বাউফলে সিঁধ কেটে শিশু চুরি,গ্রেফতার ১

বাউফলে সিঁধ কেটে শিশু চুরি,গ্রেফতার ১

মোঃ দেলায়ার হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি  :পটুয়াখালীর বাউফলে ঘরে সিঁধ কেটে চুরি হওয়া শিশু রিসান (৬) কে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল ৪টার দিকে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠী খেয়াঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম ডাক্তার আবদুল হালিম। উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজে মহল গ্রামে তার বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে,রিসানকে নিয়ে তার বাবা হাবিবুর রহমান ও মা তার নানাবাড়ি কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের (৭নং ওয়ার্ড ) কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করতেন। শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান রিসানের পরিবার। রাত সারে ১১টার দিকে রিসানের মা হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন রিসান ঘরে নেই। এসময় ঘরে সিঁধ কাটা দেখে তার ডাক চিৎকারে পরিবার ও আশে পাশের লোকদের ঘুম ভেঙ্গে যায়। অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে পুলিশকে খবর দেয়া হলে রাত ১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রিসানের বাবা হাবিবুর রহমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন।
এবিষয় বাউফল থানার ওসি আল মামুন সাংবাদিকদের বলেন,‘ বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রবিবার বিকাল ৪টার দিকে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠী খেয়াঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জাকিরকে জিজ্ঞাবাদ করা হবে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।